সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থী মোঃ ইব্রাহীম





হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়ছড়ি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ ইব্রাহীম খলিল জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ বৃহস্পতিবার পৌর এলাকায় কলাবাগানস্থ মিল্লাত চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম খলিল বলেন, মানুষ গণতন্ত্র চায়, তা ভোটের মাধ্যমে প্রকাশ করেত চায়। নির্বাচনে যাতে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য তিনি প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের বিজয় হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, মোহাম্মদ হোসেন বাবু, ক্ষেত্র মোহন, সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, সহ আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি জহির আহম্মেদ, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।