মোঃ আবু বককর ছিদ্দিকের কবিতা “সততার নির্বাসন”





মিথ্যের শহরে আজি
সততাগুলো চরম অপরাধী,
মিথ্যের হয়ে লড়ছে
সদা কত শত বাদী!
সততা তোমার পক্ষ নিতে
মানুষ যে বড্ড ভয় পায়,
সেই সুবাদে মিথ্যেগুলো
জয় ধ্বনি করে যায়।
মিথ্যের দলে ভীড় জমাচ্ছে
হাজারো ভন্ডের দল,
সততাকে নিষ্পেষিত করছে
তারা দিয়ে পদতল।
মিথ্যে আজ করেছে দখল
পবিত্র সিংহাসন,
সততাকে অপমানিত করে
দিয়েছে নির্বাসন।