
খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে সেনা বাহিনী অভিযান চালিয়ে সুইচিংনু মারমা (১৯) নামে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক চাঁদা সংগ্রহকারীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গত ২৬শে মার্চ শনিবার সিন্দুকছড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত চাঁদাবাজ মানিকছড়ি উপজেলার দেবাতলী এলাকার মংশে মারমার ছেলে।
জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার মানিকছড়ি আর্মি ক্যাম্প অধীনস্থ সিন্দুকছড়ি বাজার এলাকায় এক ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায়ের সময় সুইচিংনু মারমা কে চাঁদা আদায়ের রশিদসহ আটক করে সেনা সদস্যরা।
আটককৃত চাঁদাবাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ইউপিডিএফ (প্রসীত) এর মানিকছড়ি এলাকার চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছেন।
সেনাবাহিনী জানিয়েছে, আটককৃত চাঁদাবাজকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।