সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন
বার্তা পরিবশেকঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অাইনজীবি, তুমব্রু শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি এডভোকেট শাহজাহান (প্রকাশ ইংলিশ শাহজাহান) স্যারের শ্রদ্ধেয় অাব্বাজান তুমব্রু পশ্চিমকুল নিবাসী জনাব অালী অাকবর সর্দারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টলাবাংলা ডটকমের প্রকাশক,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি এম. ছৈয়দুল বশর।
চট্টলাবাংলাকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন মানুষ মরণশীল ধরণীর চিরাচরিত নিয়মে একদিন সবাইকে চলে যেতে পৃথিবীর মায়া ছেড়ে।
তেমনিভাবে গত জুমাবার অামাদের রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন পশ্চিমকুল গ্রামের সমাজ সর্দার সর্বজন শ্রদ্ধেয় অালী অাকবর।
ওনার মৃত্যু কাঁদিয়েছে পুরো সমাজটাকে… অামরা হারালাম দীর্ঘদিনের পরিক্ষিত একজন সমাজ সেবককে। ওনার শুন্যস্থান অপূরণীয়।
মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সমাজ সর্দার মরহুম অালী অাকবরকে বেহেশতের সর্বোচ্চ সম্মানে অাসিন করুক-অামিন।
উল্লেখ্য-সর্দার অালী অাকবর গত রাত সাড়ে ১০ ঘটিকার সময় নিজ বাস-ভবনে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন…অাজ ১৫ নভেম্বর ২০১৯ইং রোজ জুমাবার সকাল ১১ঘটিকার সময় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি সন্তান/সন্ততি নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। মৃত্যুকালে সর্দার অালী অাকবর সাহেবের বয়স হয়েছিল ৭০ বছর।
Leave a Reply