
নিজস্ব প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের সর্ববৃহৎ অর্থনৈতিক সংগঠন ড্রীমি গ্রুপের নতুন কমিটিতে মোহাম্মদ হাসান সভাপতি, শাহজালাল সাধারণ সম্পাদক, শামীমুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
৯ মে ২০২২ইং সোমবার রাত ৯টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া পরবর্তী ১ বছরের জন্য নতুন কমিটি গঠণের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন তারা।
উল্লেখ্য ড্রীমি গ্রুপ প্রতিষ্টার পর থেকে অর্থনৈতিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক ও সেবামুলক বিভিন্ন কার্য সম্পাদনের মাধ্যমে এতদাঅঞ্চলের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।