ড্রিমী গ্রুপের সাথে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ





আজিজুল হক রানা:: এতদাঅঞ্চলের স্বনামধন্য অর্থনৈতিক প্রতিষ্টান ড্রিমী গ্রুপের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
৩০মার্চ ২০২১ইং মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমার মৈত্রী সড়ক সংলগ্ন ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন ড্রিমী গ্রুপের চেয়ারম্যান কামরুল হাসান শিমুল, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, ফাইনান্সিয়াল সেক্রেটারি হেলাল উদ্দিন, ড্রিমী গ্রুপের ডিরেক্টর হামিদুল হক, মোঃ হাসান, রফিক হায়দার, ডাঃ শাহজালাল, মনিউর রহমান খোকা, শামীমুর রহমান ও পারভেজ মোঃ সেলিম।
এতে আরো উপস্থিত ছিলেন ঘুমধুম কলেজ বাস্তবায়ন কমিটির প্রভাবশালী সদস্য মাষ্টার হামিদুল হক ও এম সৈয়দ আলম।
এ সময় ড্রিমী গ্রুপের কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান সন্তুোষ প্রকাশ করেন এবং গ্রুপের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।