ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদ ও ব্লাড ডোনেটিং সংসদ’র বার্ষিক যৌথ বনভোজন মিলনমেলায় পরিণত





অাজিজুল হক রানা:: নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদ ও সেচ্ছাসেবী সংগঠন ঘুমধুম ব্লাড ডোনেটিং সংসদের উদ্যোগে যৌথ বনভোজন সম্পন্ন হয়েছে।
২৯ মার্চ ২০২১ইং সকাল ৮টায় দুটি সংগঠনের সদস্য ও দায়িত্বরতদের উপস্থিতি ও কোরঅান তিলাওয়াতের মাধ্যমে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে বাস। প্রতিমধ্যে যাত্রা বিরতি ফটোসেশান সম্পন্ন করে সাবরাং ০ কিলোমিটারে গিয়ে বাস থামে রান্নাবান্না শেষে পবিত্র জুমাঅার নামাজ অাদায় করে অনুষ্ঠিত হয় দুপুরের খাবার পর্ব। খানিকক্ষন বিশ্রাম শেষে জুনিয়র সিনিয়র ভেদাভেদ ভুলে সকলের নাচে গানে সাগর-পাহাড়ের স্নিগ্ধতায় মুখরিতা হয় চারপাশের পরিবেশ। বিকালে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পাথুরে সৈকত ইনানী বিচে যাত্রা অতপর পোশাক পরিবর্তন করে শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ এ যেন এক অানন্দে অাত্বহারা। পরিশেষে সমুদ্রের নোনা জলে সকলে ঝাঁপাঝাপি লাফালাফি করতে করতে কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এল বুঝতে পারিনি অামরা। তখন ফেরার পালা….এশার অাজানের মধুর ধ্বনি শুনতে শুনতে বাস ফিরে এল অামাদের জন্মভূমি কুলে। পুরোদিন হাসিখেলে কাটানোর পরও পিকনিক ও মিলনমেলার রেশ রয়েই গেল অামার মননে💞 স্মৃতি হয়ে থাকব দিনটি।