ঘুমধুম ইউনিয়ন পরিষদে ২০২০-২০২১ অর্থ বছরে ৮০ লাখ টাকার বাজেট প্রস্তাব পেশ





নিজস্ব প্রতিবেদক,ঘুমধুম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩ নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট প্রস্তাব পেশ করেছে।২৭ জুন সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২০- ২০২১ অর্থ বছরের উমুক্ত বাজেট পেশ করেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে.এম জাহাঙ্গীর আজিজ।
ইউপি সচিব এরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট প্রস্তাবে চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ২০২০-২০২১ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন খাতে ৮০ লাখ ১ হাজার ৮ শত ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করেন।
এতে বার্ষিক উন্নয়ন তহবিল খাতে ব্যয় বরাদ্দ ৬৫ লাখ ৭০ হাজার টাকা এবং এবং নিজস্ব তহবিল খাতে ১৪ লাখ ৩১ হাজার ৮ শত ২০ টাকার তহবিল ঘোষণা করা হয়।
এসময় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি ( তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর, প্যানেল কামাল উদ্দিন,ইউপি সদস্য ফাতেমা বেগম, আনোয়ারা বেগম, খালেদা বেগম, লক্ষীকান্ত বড়ুয়া,আনোয়ারুল ইসলাম সিকদার,দিল মোহাম্মদ ভুট্রো, বাবুল চাকমা,শফিকুল ইসলাম, মোঃ আলম,বদিউল আলমসহ সাংবাদিক, সাবেক জনপ্রতিনিধি, এনজিওকর্মী, সুশীল সমাজ ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।