ঘুমধুমে সাড়ে ১৮শ পিস ইয়াবাসহ আটক-৩





নিজস্ব প্রতিবেদক:: নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ অালমগীর হোসেনের নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধানে বিকাল ৫টার সময় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১৮৩০ পিচ ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এরা হলেন কামাল উদ্দিন (২৫),মোঃ জাপর (২৫), রহমতুল্লাহ (৩৬)।প্রথমোক্ত দু জন রোহিঙ্গা এবং তৃতীয় জন টেকনাফের বাসিন্দা। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,এদের আলুগুলা মাঠ থেকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলা হয়েছে। তাদের কোর্টে প্রেরণ করা হবে।