ঘুমধুমে এলেক্স গ্রুপের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন





নিজস্ব প্রতিবেদক:: রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে হাসিমুখ ফাউন্ডেশনের সহযোগিতায় এলেক্স গ্রুপের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৯ জানুয়ারি (শুক্রবার) এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন, ঘুমধুম সরকারি প্রথমিক বিদ্যালয়ে হাসিমুখ ফাউন্ডেশন নামক সেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় ঘুমধুম এলেক্স গ্রুপের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এ সময় পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান কর্মসুচি শুরু হয় এতে উপস্থিত ছিলেন,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা ডাঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা হাজী অাব্দু সালাম, যুবলীগ সম্পাদক নুর হোসেন, ইয়াহিয়া গ্রুপের ম্যানেজার ছৈয়দ আলম,পুলিশ সদস্য মোঃ শাহজাহান,ঘুমধুম ব্লাড ডোনেটিং সংসদের উপদেষ্টা নুরুল অাবছার, এডমিন অাব্দুর রহিম বাবুল,সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক রফিক হায়দার,এলেক্স গ্রুপের সদস্যদের মধ্যে মোঃ নাঈম,মোঃ নুরুল ইসলাম শাকিল,আরাফাত রহমান বাপ্পী,আমির হোসাইন,শামীমুর রহমান নয়ন,সাইদুল হাসান,মাহমুদুল হক,পারভেজ মো:কাইছার,আব্দুর রহমান বাপ্পী,আয়ুব খান,মোঃ রফিকুল ইসলাম, কাজী আবছার, হাফেজ জালাল উদ্দিন,রিয়াদ ইফতেখার শুভ,মোঃ রাসেল সহ সমাজের গুণী ব্যক্তিবর্গ ও হাসিমুখ ফাউন্ডেশন কর্ণধার মাহবুব কাওসার সাথে একঝাঁক এলেক্স গ্রুপের রক্ত সৈনিকরা উপস্থিত ছিলেন।