অাশু বড়ুয়ার কবিতা “কেউ ভাল নেই”





মেঘাছন্ন আকাশের মতো
এই শহরের মানুষের মুখগুলি
মলিন চাপে ভরা,
মেঘের মতো দুরন্ত সবাই
জীবিকার তাগিধে
কিন্তু কেউ ভাল নেই।
..
সবকিছুর ঊর্ধ্বগতি দাম
আয়ের উৎস পেয়েছে হ্রাস
বাড়িবাড়া গ্যাস, বিদ্যুৎ বিল
কিছুতেই ছাড় নেই।
অনেকই শহর ছেড়ে
নিঃস্ব হয়ে গ্রামের পথে
কিন্তু কেউ ভাল নেই।
..
অলিতে গলিতে ছিন্নমূল
মানুষগুলো পড়ে অাছে
ক্ষুধা নিয়ে অনাহারে
মুষ্টিমেয় কয়েকটি সংগঠন
গোপনসঞ্চারী হয়ে
ঈষত্ জলখাবার দিচ্ছে তুলে।
কিন্তু কেউ ভাল নেই।
..
হাজারো তরুণ তরুণীর
আকাশ ছোঁয়া স্বপ্ন
নির্বাকে যাচ্ছে ভেঙ্গে,
কারও শেষ হয়ে যাচ্ছে বয়স
কারও গতিময় মন
কিন্তু কেউ ভাল নেই।
..
অবিভাবক গুলো দুচিন্তায়
অতিপাত করছে সময়,
কবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো
হবে অাগের মতো প্রাকৃতিক?
কখন নতুন সবিতার অালোয়
দীপ্তমান হবে এই মহী?
এই ভাবনা নিরন্তর…….
কিন্তু কেউ ভাল নেই।