
বিশেষ প্রতিবেদক:: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৭১ নং তুমব্রু মৌজা’র হেডম্যান খাইনচা প্রু একজন প্রতারক, দখলবাজ, মিথ্যাবাদী-বলেছেন তুমব্রু এলাকার নুরুল বশর।
তিনি জানান, গত ২৩/০৪/২০২৫ ইংরেজী তারিখ নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি বিরোধীয় বিষয়ে শুনানীর দিন ধার্য্য ছিল।কিন্তু খাইনচা প্রু নিজেকে অসুস্থ্য দাবী করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম যাওয়ার অজুহাত দেখিয়ে সময়ের আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। কিন্তু সেদিন চিকিৎসার উদ্দেশ্যে না গিয়ে খাইনচা প্রু নাইক্ষ্যংছড়ি থানায় অবস্থান করেন।এতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক একটি মিথ্যা অভিযোগ দায়ের করে সন্ধ্যায় তুমব্রুর নামার চাকমা পাড়ার নিজের বাসায় সংবাদ সম্মেলন করে ভিডিও স্বাক্ষাৎকার দেন। তাতে তাহার ভোগ দখলীয় বাগানে আগুন ধরিয়ে দিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে যে অভিযোগ আনয়ন করেছেন আমার বিরুদ্ধে, তাহা পুর্বের ন্যায় ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ। তার বাগানের পাশের অন্যের কাটা বাগানে আগুন দিয়ে আগাছা পরিস্কারের সময় একটু আগুনের ছ্যাকা লেগে মৃদু গাছের পাতা-কুড়ি লালচে দেখায়,তাতে আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ, মিথ্যা তথ্য উপস্থাপন অমুলক ব্যাপার।খাইনচা প্রু আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবে,মারিবে-কাটিবে মর্মে হুমকিও দিচ্ছে বলে জানান,নুরুল বশর।সে নিরাপত্তাহীনতায় ভোগছেন জানিয়ে আইনের আশ্রয় গ্রহণের কথাও জানান।
আমি খাইনচা প্রু’র অত্যাচার ও এহেন মিথ্যাচারের জোর প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় নাইক্ষ্যংছড়ি’র সাথে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে সময় চাওয়া এবং চিকিৎসা করাতে না গিয়ে থানায় অবস্থান করাই ব্যাখ্যা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগকারী: নুরুল বশর
পিতা: নুর আহমদ
সাং: তুমব্রু, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।