০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

নগরীর সিআরবি বস্তিতে আগুনে পুড়ল ২৫ ঘর!

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • 6

>আবুল কালাম, চট্টগ্রাম:: চট্টগ্রাম নগরীর  সিআরবি মালিপাড়া  বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়  প্রায় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন এই আগুন লাগে তখন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে আগুনের খবর অনেকেই তাৎক্ষণিক বুঝতে পারেনি। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারাও তাদের সার্টিফিকেট বের করতে পারেননি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

উখিয়ায় হাসপাতালে স্ত্রী’র লাশ রেখে সন্তান নিয়ে পালালো স্বামী!

নগরীর সিআরবি বস্তিতে আগুনে পুড়ল ২৫ ঘর!

আপডেট সময়: ১২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

>আবুল কালাম, চট্টগ্রাম:: চট্টগ্রাম নগরীর  সিআরবি মালিপাড়া  বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়  প্রায় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন এই আগুন লাগে তখন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে আগুনের খবর অনেকেই তাৎক্ষণিক বুঝতে পারেনি। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারাও তাদের সার্টিফিকেট বের করতে পারেননি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।