
>ভ্রাম্যমাণ প্রতিবেদক:: উখিয়ায় রাতের আধারে অভিযান পরিচালনা করে পাহাড়ের মাটি পাচারকালে একটি ডাম্প ট্রাক জব্দ করেছে বনবিভাগ। রবিবার (১৩ এপ্রিল) ভোররাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন। তিনি জানান, পাহাড়ের মাটি পাচারকালে ডাম্প ট্রাকটি ধাওয়া করলে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রেখে পালিয়ে যান চালক। পরে সেখান থেকে ডাম্প ট্রাকটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে আসা হয়েছে।তিনি বলেন, প্রকৃত পাহাড়খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তপূর্বক ১৯২৭ বন আইন অনুযায়ী মামলা দেওয়া হবে। বন ও পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।