০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

মগাছড়িতে বিয়া-বাঁশরী ওয়াদুদ ক্রিকেট ফাইনালে রাঙ্গাপানি ফেন্ড জোন চ্যাম্পিয়ন

খাগড়াছড়ি জেলায় লক্ষীছড়ি মগাছড়িততে বিয়া-বাঁশরী ওয়াদুদ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় শুক্রবার বিকার ৩ টায় মগাইছড়ি বাজার মাঠ প্রাঙ্গণে মগাইছড়ি ক্রিয়া যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলায়  দুই শক্তিশালী দল রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন বনাম জুর্গাছড়ি স্মার্ট স্টাইকার্স মুখোমুখি হয়েছে। ফাইনাল খেলায় দেখতে দুই উপজেলায় হাজারো দর্শক সমাগম হয়েছে। খেলায় টস জিতে জুর্গাছড়ি স্মার্ট স্টাইকার্স বোলিং করার সিদ্ধান্তে প্রথমে বেটিং করেন রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন ১৫৩ রান করতে সক্ষম হয়। জবাবে জুর্গাছড়ি স্মার্ট স্টাইকার্স ১১৫ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন  রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন এর মোঃ নাইম হোসেন, এবং টর্নামেন্ট এর সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন,  মোঃ আজিম হোসেন।

খেলায় শেষে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় মোঃ ইয়াসিন গাজী’র সঞ্চালনায়, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দীন  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেটু কুমার বড়ুয়া।

বিশেষ  অতিথি ছিলেন, লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার,  এবং থানা ইনচার্জ মোঃ খালেদ হোসাইন ও কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন ভাইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন  ফরাজী। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন , লক্ষীছড়ি   উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। বিএনপির যুবদলের আহবায়ক মকবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন, বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর আলম। এবং ছাত্রদলের আহ্বায়ক উথাইচিং মারমা ( উত্তম)সহ উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি’র বক্তব্য বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে যুবক সমাজ মাদকসেবন থেকে দূরে থাকবে। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

উখিয়ায় হাসপাতালে স্ত্রী’র লাশ রেখে সন্তান নিয়ে পালালো স্বামী!

মগাছড়িতে বিয়া-বাঁশরী ওয়াদুদ ক্রিকেট ফাইনালে রাঙ্গাপানি ফেন্ড জোন চ্যাম্পিয়ন

আপডেট সময়: ০২:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

খাগড়াছড়ি জেলায় লক্ষীছড়ি মগাছড়িততে বিয়া-বাঁশরী ওয়াদুদ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় শুক্রবার বিকার ৩ টায় মগাইছড়ি বাজার মাঠ প্রাঙ্গণে মগাইছড়ি ক্রিয়া যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলায়  দুই শক্তিশালী দল রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন বনাম জুর্গাছড়ি স্মার্ট স্টাইকার্স মুখোমুখি হয়েছে। ফাইনাল খেলায় দেখতে দুই উপজেলায় হাজারো দর্শক সমাগম হয়েছে। খেলায় টস জিতে জুর্গাছড়ি স্মার্ট স্টাইকার্স বোলিং করার সিদ্ধান্তে প্রথমে বেটিং করেন রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন ১৫৩ রান করতে সক্ষম হয়। জবাবে জুর্গাছড়ি স্মার্ট স্টাইকার্স ১১৫ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন  রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন এর মোঃ নাইম হোসেন, এবং টর্নামেন্ট এর সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন,  মোঃ আজিম হোসেন।

খেলায় শেষে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় মোঃ ইয়াসিন গাজী’র সঞ্চালনায়, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দীন  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেটু কুমার বড়ুয়া।

বিশেষ  অতিথি ছিলেন, লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার,  এবং থানা ইনচার্জ মোঃ খালেদ হোসাইন ও কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন ভাইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন  ফরাজী। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন , লক্ষীছড়ি   উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। বিএনপির যুবদলের আহবায়ক মকবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন, বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর আলম। এবং ছাত্রদলের আহ্বায়ক উথাইচিং মারমা ( উত্তম)সহ উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি’র বক্তব্য বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে যুবক সমাজ মাদকসেবন থেকে দূরে থাকবে। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।