
বান্দরবান সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইংপুয়ে উপলক্ষে গরীব ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহামুদুল হাসান, পিএসসি।
এছাড়াও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, সাংবাদিক মুহাম্মদ আলী,সাংবাদিক তুহিন,রশিদ,জুয়েল, সাইফুল’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন,
“পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। সাংগ্রাইং উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক। এই উদ্যোগ তারই একটি অংশ, এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ বছর সর্বমোট ৩২ জন ব্যক্তি, পাড়াবাসী এবং সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৬টি পাড়াবাসী, ৬টি সংগঠন এবং ২০ জন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।