০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ঈদগাঁওয়ের ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে নিহত-১: আহত-৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাতে ইসলামাবাদের পাহাশিঁয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত পরিবারের দাবি  ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন,  খুশিদা বেগম, আবিদুল হুদা ও আমেনা বেগম।

নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন।এসময় গুলিতে গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার জানান, সে মারা গেছে বলেন খুশিদা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় আহত আমেনা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বলেন, চেয়ারম্যান রাজ্জাক প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছেন, এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন। সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে হত্যা করা হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

উখিয়ায় হাসপাতালে স্ত্রী’র লাশ রেখে সন্তান নিয়ে পালালো স্বামী!

ঈদগাঁওয়ের ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে নিহত-১: আহত-৩

আপডেট সময়: ১০:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাতে ইসলামাবাদের পাহাশিঁয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত পরিবারের দাবি  ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন,  খুশিদা বেগম, আবিদুল হুদা ও আমেনা বেগম।

নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন।এসময় গুলিতে গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার জানান, সে মারা গেছে বলেন খুশিদা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় আহত আমেনা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বলেন, চেয়ারম্যান রাজ্জাক প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছেন, এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন। সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে হত্যা করা হয়।