
দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ বিরাজমান নানা সমস্যা থেকে উত্তরণের জন্য একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের অপেক্ষায় জনগণ। বলেন, বিএনপির সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি আরো বলেন নির্বাচিত প্রতিনিধি থাকলে জনগণ তাদের সমস্যা নিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে যেতে পারত, তাদের সমস্যা গুলো মন খুলে বলতে পারতো।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে নগরের মোগলটুলি খাজা আজমেরী বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রমজান মাসে রোজা রেখে মানুষ দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বেশ কষ্টে আছে। এ অবস্থায় অসহায় মানুষকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা মহত্বের পরিচয় দিয়েছেন।
২৮নং ওয়ার্ড বিএনপি ও অংশ সংগঠনের উদ্যোগে এবং মহিলা দলনেত্রী গোলতাজ বেগমের সার্বিক সহযোগিতায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা জামাল উদ্দিন জসিমের সভাপতিতে এবং মো. জাহেদ ও নুরুদ্দিন সোহেলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, মহানগর বিএনপির সদস্য মো. সালাউদ্দিন, মসিঊল আলম স্বপন, বিজিএমইর সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, শ্রমিক দল নেতা এম এ বাতেন, মহিলা দল নেত্রী ও কারা পরিদর্শক কামরুন নাহার লিজা, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।