০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

উখিয়ায় সংরক্ষিত বনভুমির গাছ পাচার: ডাম্প ট্রাক ভর্তি গাছ জব্দ!

  • শ.ম.গফুর::
  • আপডেট সময়: ০৪:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • 34

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক শাহিনুর ইসলামের নির্দেশনায় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে মোছারখোলা-বটতলী সড়কের ব্রীজ এলাকায় বনায়ন থেকে অবৈধভাবে কর্তনকৃত এক ডাম্প ট্রাক সহ বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছে।

১২ মার্চ রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ীর মালিক ও চালক কৌশলে পালিয়ে যায়।থাইংখালীর বন বিট কর্মকর্তা বিকাশ দাশের সঙ্গীয় স্টাফসহ সংরক্ষিত বনভূমির মোছারখোলা ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্পমেয়াদী সৃজিত বাগানের অবৈধভাবে  কর্তনকৃত গাছ ভর্তি একটি ডাম্প ট্রাক ( গাড়ি নং-চট্র মেট্রো-ড-১১-০৩৮৭) জব্দ করেন এবং উখিয়া রেঞ্জ অফিসের হেফাজতে নেওয়া হয়। জব্দকৃত বাগানের চাতিয়ান,জাম ও আকাশমনি গাছের পরিমাণ প্রায় ৮০ঘনফুট।
আটককৃত গাড়ির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার ৩নং ওয়ার্ডের মৃত রশিদ আহামদের ছেলে মো: শামশুল আলম(৪২) এবং ড্রাইভার চোরাখোলা ৩নং ওয়ার্ডের শফর মুল্লুকের ছেলে মো: আব্দুল্লাহ (২৮) বলে জানা যায়।
এসব আসামী বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। প্রচলিত ১৯২৭ সনের(যাহা ২০০০ সনে সংশোধিত) বন আইনে মামলা হবে বলে জানান, উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

উখিয়ায় হাসপাতালে স্ত্রী’র লাশ রেখে সন্তান নিয়ে পালালো স্বামী!

উখিয়ায় সংরক্ষিত বনভুমির গাছ পাচার: ডাম্প ট্রাক ভর্তি গাছ জব্দ!

আপডেট সময়: ০৪:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক শাহিনুর ইসলামের নির্দেশনায় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে মোছারখোলা-বটতলী সড়কের ব্রীজ এলাকায় বনায়ন থেকে অবৈধভাবে কর্তনকৃত এক ডাম্প ট্রাক সহ বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছে।

১২ মার্চ রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ীর মালিক ও চালক কৌশলে পালিয়ে যায়।থাইংখালীর বন বিট কর্মকর্তা বিকাশ দাশের সঙ্গীয় স্টাফসহ সংরক্ষিত বনভূমির মোছারখোলা ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্পমেয়াদী সৃজিত বাগানের অবৈধভাবে  কর্তনকৃত গাছ ভর্তি একটি ডাম্প ট্রাক ( গাড়ি নং-চট্র মেট্রো-ড-১১-০৩৮৭) জব্দ করেন এবং উখিয়া রেঞ্জ অফিসের হেফাজতে নেওয়া হয়। জব্দকৃত বাগানের চাতিয়ান,জাম ও আকাশমনি গাছের পরিমাণ প্রায় ৮০ঘনফুট।
আটককৃত গাড়ির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার ৩নং ওয়ার্ডের মৃত রশিদ আহামদের ছেলে মো: শামশুল আলম(৪২) এবং ড্রাইভার চোরাখোলা ৩নং ওয়ার্ডের শফর মুল্লুকের ছেলে মো: আব্দুল্লাহ (২৮) বলে জানা যায়।
এসব আসামী বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। প্রচলিত ১৯২৭ সনের(যাহা ২০০০ সনে সংশোধিত) বন আইনে মামলা হবে বলে জানান, উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন।