০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

হলাপ্রু মারমা, খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয়, সে ব্যবস্থা করা হবে।
বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাজেক পরিদর্শনের সময় সফর সঙ্গী হিসেবে পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অংচিংনু মারমা, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পুড়ে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ ঘটনার দিন জানিয়েছিলেন, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২টি, বসতবাড়ি ৩৫টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

উখিয়ায় হাসপাতালে স্ত্রী’র লাশ রেখে সন্তান নিয়ে পালালো স্বামী!

সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আপডেট সময়: ০৭:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

হলাপ্রু মারমা, খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয়, সে ব্যবস্থা করা হবে।
বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাজেক পরিদর্শনের সময় সফর সঙ্গী হিসেবে পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অংচিংনু মারমা, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পুড়ে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ ঘটনার দিন জানিয়েছিলেন, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২টি, বসতবাড়ি ৩৫টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর।